চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পুকুরের ঢালে মিললো বন্য হাতির মরদেহ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় উত্তর একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করা  হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার  ইসলামবাদের গজালিয়াপাড়া সংলগ্ন সাতঘরিয়া থেকে মৃতদেহটা উদ্ধার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

স্থানীয়রা বলছে, ফাঁদ পেতে বৈদ্যুতিক শক দিয়ে হাতিটি হত্যা করেছে একটি চক্র।

ফুলছড়ির রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল বলেন, পুকুরের ঢাল বেয়ে নিচে নামার সময় পা পিছলে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ফুলছড়ির এসিএফ ড. প্রান্তোষ চন্দ্র রায় জানান, কক্সবাজার সদর উপজেলা থেকে প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তারা এসেছেন। ময়নাতদন্ত শেষে হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, প্রানি সম্পদ বিভাগের কর্মকর্তারা তাকে হাতিটির গায়ে ক্ষত চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন।

বনবিভাগের ফুলছড়ি বিটের অধীন রাজঘাট বিট কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত হাতিটি পুরুষ এবং এটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছরের মত হবে। এটি দৈর্ঘ্যে ৭ ফুট, প্রস্থ ৫ ফুট এবং শুড় আড়াই ফুট বলে জানান তিনি।