চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পিসিবি থেকে আলাদা হতে চায় পিএসএল

পিসিবির অধীনে পাকিস্তান সুপার লিগ (পিএসল) শুরু হয়েছে দুবছর হল। ভিনদেশে আয়োজিত এই টুর্নামেন্ট মোটামুটি সাফল্যও পেয়েছে। এরইমধ্যে আবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে আলাদা হয়ে একটি স্বাধীন প্রতিষ্ঠানও হতে চাইছে ফ্র্যাঞ্চাইজি লিগটি।

পিসিবি থেকে পিএসএলের বিচ্ছিন্ন হতে চাওয়ার খবরটি দিয়েছে দেশটির ইংরেজি দৈনিক ডন। দ্বিতীয় আসর শেষেই পিএসলের চেয়ারম্যান নাজম শেঠি বলেছিলেন, পিএসএলকে একটি স্বাধীন প্রতিষ্ঠান বানাতে চান।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

তবে পিসিবির গভর্নিং বডি শেঠির এই প্রস্তাবে রাজি নয়। পিসিবির সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের আইনও পিএসএলের স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার বিরুদ্ধে।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় থেকে এক চিঠিতে পিসিবিকে জানানো হয়েছে, পিএসএলকে আলাদা প্রতিষ্ঠান করে গড়ে তুলতে হলে আগে আইনের পরিবর্তন করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান ও পিএসএল চেয়ারম্যান নাজম শেঠি একটি যৌথ সংবাদ সম্মেলনে আইন পরিবর্তনের কথা বলেছিলেন। কিন্তু এখনও সেটা হয়নি।