চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পিরোজপুরে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রকোপ

হাসপাতালে ভর্তি ৫ শতাধিক

গরম বেড়ে যাওয়ার সাথে সাথে পিরোজপুরে পানিবাহিত রোগ বেড়েছে। হাসপাতালগুলোতে হঠাৎ বেড়ে যাওয়া রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা।

পিরোজপুর সদর হাসপাতালে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ এবং জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ জন নতুন রোগী আসছেন চিকিৎসা নিতে।
পানিবাহিত নানা রোগে আক্রান্তদের অধিকাংশই নারী ও শিশু।

বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেকের স্থান হয়েছে অস্বাস্থ্যকর মেঝেতে। পিরোজপুর সদর হাসপাতালের মতো জেলার অন্য হাসপাতালগুলোরও প্রায় একই চিত্র। পিরোজপুর সদর হাসপাতালের বহির্বিভাগে গত এক সপ্তাহে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে ২ হাজারের বেশি এবং জরুরি বিভাগে অন্তত ১ হাজার রোগী চিকিৎসা নিয়েছেন।

বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন প্রায় সাড়ে ৫শ’ রোগী। পানিবাহিত রোগ থেকে সুরক্ষায় চিকিৎসকরা বিশুদ্ধ পানি পান এবং পচা-বাসি ও বাইরের খাবার পরিহার করার পরামর্শ দিচ্ছেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে