চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পিএসজি-রিয়ালের পর হেরেছে বায়ার্নও

লিভারপুল-ম্যানসিটির পয়েন্ট ভাগাভাগি

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আগেরদিন হেরেছে ধুঁকতে থাকা বার্সেলোনা। পরেরদিন রেনেসেঁর কাছে পিএসজির হারে শুরু। জায়ান্টদের হারের রাতে পরাজয় দেখেছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখও। শুধু লিভারপুল ও ম্যানসিটি করেছে পয়েন্ট ভাগাভাগি।

ইংলিশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা দুদল লিভারপুল ও ম্যানসিটি মুখোমুখি হয়েছিল। ইয়ূর্গেন ক্লপ ও পেপ গার্দিওলার দল ড্র করেছে ২-২ ব্যবধানে।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৯ মিনিটে সাদিও মানের গোলে লিড নেয় অলরেডরা। দশ মিনিট পর ফোডেন সিটিজেনদের আনেন সমতায়। ৭৬ মিনিটে সালাহ গোল করে বসলে হার উঁকি দিচ্ছিল। ৮১ মিনিটে ডি ব্রুইন গোল করে এক পয়েন্ট এনে দেন ম্যানসিটিকে।

প্রিমিয়ার লিগে এখন শীর্ষে চেলসি, ৭ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৫ পয়েন্টে দুইয়ে লিভারপুল, ১৪ পয়েন্টে তিনে ম্যানচেস্টার সিটি, সিটিজেনদের সমান পয়েন্টে গোলপার্থক্যে চারে ম্যানচেস্টার ইউনাইটেড।

লা লিগায় এস্পানিওলের মাঠে কার্লো আনচেলত্তির শিষ্যদের হারটি ২-১ ব্যবধানে। স্বাগতিকদের থমাসের গোলে ১৭ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দেন ভিদাল। ৭১ মিনিটে বেনজেমা এক গোল শোধ করে দিলেও হার এড়াতে পারেনি অতিথিরা।

অবশ্য ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে স্প্যানিশ টেবিলের শীর্ষে এখনও রিয়ালই। সমান ম্যাচ ও পয়েন্টে গোলপার্থক্যে দুইয়ে অ্যাটলেটিকো। ৯ পয়েন্টে টেবিলের ১৩তম অবস্থানে এস্পানিওল। বিপর্যস্ত বার্সেলোনা ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের নয়ে।

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হারটি সেখানে ঘরের মাঠে। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে তারা। ২৯ মিনিটে গোরেটজার গোলে লিড নিয়েছিল বাভারিয়ানরাই। ৩২ মিনিটে হিন্ট্রেগের ও ৮৩ মিনিটে কোস্টিক স্বাগতিকদের জাল খুঁজে নিয়ে পূর্ণ পয়েন্ট এনে দেন অতিথিদের।

জার্মান টেবিলে ৭ ম্যাচে ১৬ পয়েন্টে শীর্ষে এখনও বায়ার্ন। সমান ম্যাচ-পয়েন্টে গোলপার্থক্যে দুইয়ে বেয়ার লেভারকুসেন। ১৫ পয়েন্টে তিনে বরুশিয়া ডর্টমুন্ড। ফ্রাঙ্কফুর্ট আছে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম অবস্থানে।