চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আবারো টানা বৃষ্টিতে নতুন করে পাহাড় ধস

আবারো বৃষ্টিতে নতুন করে পাহাড় ধস দেখা দিয়েছে। নতুন করে পাহাড় ধসের ফলে খাগড়াছড়িতে তিন শিশু এবং মৌলভীবাজারে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৬ জেলায় পাহাড় ধসে মৃতের সংখ্যা ১৫৩ জনে দাঁড়ালো।

অবিরাম বর্ষণে গত সোমবার চট্টগ্রাম রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি ও কক্সবাজারের পাহাড়ি অঞ্চলে ধস নামে। টানা দু দিনের ধসে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাঙামাটি।

সেখানে সেনাসদস্যসহ ১১৩ জনের মৃতদেহ উদ্ধার করে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। এ ঘটনায় নিখোঁজ হয় অনেকে। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেও স্থানীয়দের দাবিতে আবারও শুরু করা হয় অভিযান। এ পরিস্থিতিতে পাহাড়ি অঞ্চলে নতুন করে বৃষ্টিপাত শুরু হয়েছে।

গত এক সপ্তাহ ধরে সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাঙামাটি, জ্বালানি ও বিদ্যুৎ সংকটসহ নানা সমস্যায় রয়েছে। এ সব সমস্যা কাটিয়ে উঠতে যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছে সেনাবাহিনী ও সড়ক বিভাগ।

নতুন করে পাহাড় ধস খাগড়াছড়ির রামগড়ে ২ এবং ও লক্ষ্মীছড়ায় এক শিশুর জীবন কেড়ে নিয়েছে।

মৌলভীবাজারের বড়লেখায় পাহাড় ধসে মৃত্যু হয়েছে মা-মেয়ের। আবারও ভারি বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের ভিডিও রিপোর্টে বিস্তারিত: