চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

খাগড়াছড়িতে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩

খাগড়াছড়ির রামগড় ও লক্ষ্মীছড়ায় নতুন করে পাহাড় ধসে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রাঙামাটিসহ ৫ জেলায় পাহাড় ধসের কয়েকদিনের ব্যবধানে খাগড়াছড়িতে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটল। রামগড় উপজেলার বুদুমছড়া এলাকায় এবং লক্ষ্ণীছড়ায় এ তিনজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

রামগড়ে নিহতরা হলেন ওই এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে নূরনবী (১৩)  ও নূর হোসেন (৮)। রোববার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। আর লক্ষ্ণীছড়ায় নিহতের পরিচয় জানা যায়নি।

খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের এসআই আনোয়ার চ্যানেল আই অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর থেকেই রামগড় থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

সম্প্রতি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে পাঁচ সেনা সদস্যসহ দেড় শতাধিক মানুষের মৃত্যু ঘটে।

লঘুচাপের প্রভাবে রোববার থেকে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। গত সোমবার থেকে চট্টগ্রাম-রাঙামাটি-বান্দরবানে শুরু হয় পাহাড় ধস। এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাঙামাটি জেলা।