চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাপুয়া নিউগিনিতে সুনামির শঙ্কা কেটে গেছে

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে সুনামি সতর্কতা জারির পর তা আবার সরিয়ে নেয়া হয়েছে। ভূমিকম্পের পর বড়ধরনের সুনামির আশংকায় সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে সেরকম কোন দুর্যোগের শঙ্কা কেটে গেছে বলে ভূকম্পনবিদেরা জানিয়েছেন।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলের কোকোপো শহর থেকে ১’শ ৩০ কিলোমিটার দক্ষিণে আজ ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর আফটার শক হিসেবে ৫ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূকম্পনে আবারও কেঁপে ওঠে গোটা এলাকা। মার্কিন ভূতাত্বিক জরিপের তথ্য অনুযায়ি,শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র দেশটিতে সুনামি সর্তকতা জারি করে। প্রাথমিক সতর্কবার্তায় বলা হয় ভূমিকম্পের ফলে সৃষ্ট একটি বিশালাকার ঢেউ সুনামি হয়ে পাপুয়া নিউগিনিতে আছড়ে পড়তে পারে। তবে সতর্কতা জারির কিছুক্ষণ পরই সুনামির শঙ্কা কেটে গেছে বলে জানায় সুনামি সতর্কতা কেন্দ্র।

ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানী কিংবা অবকাঠামোর ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।