চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পানি থাকতেও পানি দেয়নি ওয়াসা

রমজানে তীব্র পানি সংকট

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র পানি সংকট চলছে। রমজান শুরুর আগে থেকেই কোনো কোনো এলাকায় পানি নেই, জানিয়েছেন ওইসব এলাকার ভুক্তভোগীরা।

পানির জন্য ওয়াসার নির্ধারিত পাম্পে ধরনা দিয়ে পানি থাকতেও মেলেনি ওয়াসার পানি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত রাজধানীর ২৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজিপাড়া এলাকার গেল ১৫ দিন ধরে পানির ব্যাপক সংকট। কোনো কোনো এলাকায় এ পানি সংকটের বয়স একমাস।

গরমের এই অসহনীয় তাপদাহে রোজার মধ্যে গেল পনোরো দিন ধরে পানিবিহীন জীবন কাটাচ্ছেন এলাকাবাসী। পরে ওয়াসার স্থানীয় পাম্প ও মসজিদে পানি থাকলেও পানি দিতে অস্বীকৃতি জানায় মসজিদ ও পাম্প অপারেটরা।

পূর্ব হাজিপাড়া, রামপুরা, মধুবাগ, এবং মিরপুরের কাজীপাড়া, শ্যাওড়াপাড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চলা তীব্র পানি সংকটের সমাধানে বৃষ্টির দিকে তাকিয়ে আছে ওয়াসা কর্তৃপক্ষ।

বিস্তারিত দেখুন রোকসানা আমিনের ভিডিও প্রতিবেদনে: