চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পানিতে ডুবে ক্রিকেটার পাইলটের বাবার মৃত্যু

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল ইসলাম মোল্লা রোববার পানিতে ডুবে মারা গেছেন। তিনি একজন কৃতি ফুটবলার ছিলেন।

রাজশাহীর সাগরপাড়ার একটি পুকুরে গোসল করতে গিয়ে দুপুরের দিকে তিনি পানিতে ডুবে যান।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

পাইলটের পারিবারিক সূত্র জানিয়েছে, এদিন সকাল ১১টার কিছুপর স্থানীয় সাগরপাড়ার একটি পুকুরে গোসল করতে যান শামসুল ইসলাম। পরে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পকুরপাড়ে তাকে খুঁজতে যান পরিবারের সদস্যরা। খবর দেয়া হয় দমকলকর্মীদের। তারা এসে পুকুরে তল্লাশি চালিয়ে দুপুর ১টার দিকে মৃতদেহ খুঁজে পান।

৭৩ বছর বয়সী শামসুল ইসলাম ষাট-সত্তরের দশকে ঢাকা লিগে দাপুটে ফুটবল খেলেছেন। তিনি মোহামেডান ও আবাহনীর হয়ে খেলেছেন। পূর্ব পাকিস্তান আমলে পাকিস্তান জাতীয় দলে সুযোগ পাওয়া দ্বিতীয় ফুটবলার ছিলেন রাজশাহীর এই কৃতি সন্তান। পাকিস্তান যুব দলের হয়ে রাশিয়া সফরেও গিয়েছিলেন, ১৯৬৫ সালে।