চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পাখিদের জন্য আকাশসীমা বাড়ানোর দাবি বিজ্ঞানীদের

ক্রমবর্ধমান হারে বাড়তে থাকা সুউচ্চ বাড়ি, বায়ু টারবাইন, বিদ্যুৎ সংযোগ, উড়োজাহাজ এবং ড্রোনের কারণে কোটি কোটি আকাশচারী প্রাণীর জীবন হুমকির মুখে পড়েছে। এজন্য পাখিদের নিরাপদ উড়ার নিশ্চয়তা চেয়ে তাদের জন্য সংরক্ষিত আকাশসীমা বাড়ানোর দাবি জানিয়েছেন বিজ্ঞানীরা।

আর্জেন্টিনা এবং গ্রেট ব্রিটেনের রাষ্ট্র ওয়েলসের বিজ্ঞানীরা বলেন, এই আকাশচারী প্রাণীদের জন্য আকাশের একটা সীমা নির্ধারণ করে দিতে হবে যেখানে মানুষের সক্রিয়তা আংশিক বা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞানীরা আরো বলেন, দিন দিন আকাশে মানুষের আনাগোনা বেড়েই চলছে। তারা হিসাব দেখিয়েছেন আকাশে উচু বাড়ি, বায়ু টারবাইন, বিদ্যুৎ সংযোগের সঙ্গে ধাক্কা খেয়ে প্রতিবছর লক্ষ লক্ষ পাখি মারা যায়। শুধু তাই নয় মানুষেরও জীবনও হুমকির মুখে পড়ে যায় উড়তে থাকা উড়োজাহাজের সঙ্গে কোনো পাখির ধাক্কা লেগে গেলে। এক হিসাবে দেখা গেছে উড়োজাহাজের সঙ্গে উড়ন্ত পাখির সংঘর্ষ লেগে এখনও পর্যন্ত দুইশ’ মানুষের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার উড়োজাহাজ ক্ষতিগ্রস্থ হয়েছে।

ফলে শুধু জীববৈচিত্র্য রক্ষা নয়,মানুষের জীবনের নিশ্চয়তার জন্যও সংরক্ষিত আকাশসীমা বাড়ানোর দাবি জানিয়েছেন বিজ্ঞানীরা।