চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পাকিস্তান সফরে লঙ্কান দলে ম্যাথুজ-চান্দিমাল

দশ বছর পর ঘরের মাঠে টেস্ট আয়োজন করছে পাকিস্তান। প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা, যাদের টিম বাসের ওপর ২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলার পর দেশটিতে নির্বাসিত হয়ে পড়েছিল আন্তর্জাতিক ক্রিকেট। সেই হামলার পর প্রথম দল হিসেবে আবারও পাকিস্তানে টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা।

টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ৮ ডিসেম্বর পাকিস্তানে যাবে শ্রীলঙ্কা। দলের নেতৃত্বে থাকছেন যথারীতি দিমুথ করুনারত্নে। ১৬ সদস্যের স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ দুই তারকা, অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। টেস্ট সিরিজ শুরু হবে ১১ ডিসেম্বর।

গত অক্টোবরেই পাকিস্তানে গিয়ে রঙিন পোশাকের ক্রিকেট খেলে এসেছে শ্রীলঙ্কা। সেই সিরিজ থেকে নিজেদের নাম সরিয়ে নেন ১০ শীর্ষ ক্রিকেটার। পরে নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট সিরিজ হওয়ার কথা থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধ ছিল তাদের মাটিতেই খেলার। সীমিত ওভারের ক্রিকেটে কড়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে পাকিস্তানে সাদা পোশাকে খেলার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকেভেল্লা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এমবুলদেনিয়া, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাশুন রাজিথা ও লক্ষ্মণ সান্দাকান।