চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পাকিস্তানে ‘সেভ দ্য চিলড্রেন’র কর্মকাণ্ড নিষিদ্ধ

পাকিস্তান বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করে দেশটিতে কর্মরত এনজিও ‘সেভ দ্য চিলড্রেন’ কে দেশ ছাড়তে আদেশ দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই ইসলামাবাদে অবস্থিত সেভ দ্য চিলড্রেনের কার্যালয় বন্ধ করে দিয়েছে পুলিশ এবং সেই সঙ্গে ১৫ দিনের মধ্যে এনজিওটির সকল বিদেশি কর্মকর্তা-কর্মচারীকে পাকিস্তান ছেড়ে যেতেও আদেশ দিয়েছে।

সেভ দ্য চিলড্রেন এ বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

এর আগে পাকিস্তান কর্তৃপক্ষ এই এনজিওর বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে সহযোগিতা করার অভিযোগ তোলে। বলা হয়, ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে সিআইয়ের জাল টিকা কর্মকাণ্ডে সেভ দ্য চিলড্রেন সহযোগিতা করেছিলো। কিন্তু সেভ দ্য চিলড্রেন এই অভিযোগ অস্বীকার করে আসছিলো।

পাকিস্তানের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছে, তারা অনেক আগে থেকেই পাকিস্তানে সেভ দ্য চিলড্রেনের কর্মকাণ্ডের উপর নজরদারি চালিয়ে আসছে। সংস্থাটি এমন কিছু করার পরিকল্পনা করছিলো যা পাকিস্তানের স্বার্থ পরিপন্থী।