চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পাকিস্তানে ক্যারিবিয়ানদের নিরাপত্তায় ৮৮৯ কমান্ডো

লাহোরে শ্রীলংকা দলের ওপর সন্ত্রাসী হামলার পর প্রায় বছর দশেক কোনো আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে পারেনি পাকিস্তান। গেল কয়েক বছরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতো দল সফর করায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সফর বাতিল করায় নতুন করে হুমকিতে পড়ে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরা।

তবে সবধরনের নিরাপত্তা শঙ্কা মাথায় রেখে আবারও পাকিস্তানের মাটিতে সিরিজ আয়োজন হতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পর প্রতি সিরিজেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এবার সেসব প্রশ্ন এড়াতেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে পাকিস্তান। রাসেল-পুরানদের নিরাপদে রাখতে করাচি পুলিশকে আরও শক্তিশালী করা হয়েছে। যোগ করা হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ৮৮৯ কমান্ডো। নিয়োগ দেওয়া হয়েছে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর লোক।

পাকিস্তানের সংবাদ মাধ্যমে সম্প্রতি এমন একটি তথ্য প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার সিন্ধ স্কাউট অডিটোরিয়ামে দেশটির অতিরিক্ত আইজি ইমরান ইয়াকুবের সভাপতিত্বে সফরের নিরাপত্তা বিষয়ে বর্ণনা করা হয়েছে। শুধু ক্যারিবিয়ানদের জন্য নয়, সামনে পাকিস্তানে সফরকারী যেকোনো দলই পাবে কড়া নিরাপত্তা।

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজটি সফলভাবে সম্পন্ন করতে চায় পাকিস্তান। ছবি: সংগৃহিত।

 

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটিতে সফরকারী দলের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজটি সফলভাবে আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি।)। সে কারণে ক্যারিবিয়ানদের নিরাপত্তায় কমতি রাখতে চাইছে না তারা।

জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ দলের নিরাপত্তার জন্য ৪৬ জন সহকারী সুপারিনটেনডেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাজ করবেন ৩১৫টি এনজিও। থাকবেন ৩ হাজার ৮২২ জন কনস্টেবল। ৫০ জন নারী পুলিশ, র‍্যাপিড রেসপন্স ফোর্সের ৫০০ জন এবং ৮৮৯ কমান্ডো থাকবেন উইন্ডিজ দলের নিরাপত্তার দায়িত্বে। এছাড়া করাচি স্টেডিয়াম, টিম হোটেল, অনুশীলন মাঠ, পার্কিং, যাতায়াতের পথের নিরাপত্তা দিতে থাকবেন করাচির ট্রাফিক পুলিশও।

ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে ক্যারিবিয়ানরা। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১৩ ডিসেম্বর। পরে ১৬ তারিখ শেষ হবে ক্ষুদ্রতম ফর‌ম্যাটের সিরিজ। ১৮-২২ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই সিরিজের ছয়টি ম্যাচই হবে করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে।