চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পাকিস্তানে আটক ভারতীয় পাইলটের মুক্তি শুক্রবার

পাকিস্তানের হাতে ভূপাতিত হওয়া ভারতীয় বিমানের পাইলট অভিনন্দনকে আগামীকাল শুক্রবার মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার সংসদে বক্তব্য প্রদানকালে ইমরান খান অভিনন্দনকে মুক্তি দেয়ার কথা বলেন।

এছাড়া পাকিস্তান সরকারের টুইটার পেজেও ইমরান খানের বরাতে পাইলটের মুক্তির কথা হয়েছে।

ইমরান খান বলেন, আমরা উত্তেজনা চাই না। এই কথাটি বলতে গতকাল আমি নরেন্দ্র মোদিকে কল করার চেষ্টা করেছি। উত্তেজনা প্রশমনের চেষ্টা করছি মানে এই নয় যে আমরা ভীত।

তিনি বলেন, আমাদের কাছে একজন ভারতীয় পাইলট রয়েছেন। শান্তির ইঙ্গিত হিসেবে আগামীকাল আমরা তাকে মুক্তি দেবো।

বুধবার ভারতের দুটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। ওই দুটি বিমানের একটির পাইলট ছিলেন অভিনন্দন। তিনি বর্তমানে পাকিস্তান সেনাদের হেফাজতে রয়েছেন।

বিভিন্ন গণমাধ্যমে ভারতের যুদ্ধ বিমান বিধ্বস্তের পাশাপাশি দুইজন পাইলট নিহতের খবরও প্রকাশ করা হয়েছে। যদিও পাকিস্তান দাবি করে তারা ভারতের একজন পাইলটকে আটক করেছে।