চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাকিস্তানের হয়ে গলা ফাটিয়ে ‘ভাইরাল’ এক ভারতীয়!

ভারত ও পাকিস্তান মানেই রাজনৈতিক চিরবৈরী দুদেশ। রাজনীতির সেই আঁচটা ক্রিকেট ঘিরেও উত্তাপ ছড়ায় বেশ। গত কয়েকবছর ধরে ব্যাট-বলের লড়াই ছাপিয়ে দুদলের সমর্থকদের মুখোমুখি হওয়ার প্রবণতা বেড়েছে রাজনীতিকে কেন্দ্র করেই। ইংল্যান্ড বিশ্বকাপে সেই বৈরিতায় যেন শান্তির পতাকা ওড়ালেন এক ভারতীয় সমর্থক।

নিজ দেশের জার্সি গায়ে জড়িয়ে পাকিস্তানের পক্ষে গলা ফাটাতে দেখা গেছে ওই ভারতীয় সমর্থককে। মুহূর্তেই ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়।

দুজন পাকিস্তানি সমর্থকের সঙ্গে ছবিও তোলেন ওই ভারতীয় সমর্থক। তার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা, ‘প্রতিবেশীর জন্য সমর্থন। কাম-অন পাকিস্তান।’

বিশ্বকাপের দ্বাদশ আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের গ্রুপপর্বের লড়াই শেষ। গত সপ্তাহে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে কোহলির টিম ইন্ডিয়া। ভারত ফুরফুরে মেজাজে থাকলেও পাকিস্তান রয়েছে খাদের কিনারায়।

সেমিফাইনালে যেতে হলে নিজেদের শেষ চার ম্যাচেই জিততে হবে পাকিস্তানকে। এমন কঠিন সমীকরণে থাকা দলটি রোববার লন্ডনে সাউথ আফ্রিকার মুখোমুখি হয়। পাকিস্তানের বাঁচা-মরার ম্যাচে সরফরাজ-আমিরদের জন্য ভারতীয় ওই সমর্থককে গলা ফাটাতে দেখা যায়।

লর্ডসের গ্যালারিতে পাকিস্তানের সমর্থকদের ভিড়ে ভারতের জার্সি গায়ে ওই সমর্থক ক্যামেরার আলো কেড়েছেন অনেকবারই। সরফরাজ-আমিরদের হয়ে গলা ফাটানো দ্রুত তাই ভাইরাল তিনি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও নিজেদের টুইটার পাতায় সমর্থনের সেই ছবি পোস্ট করেছেন। অনেকেই ভারতীয় সমর্থকটির কাণ্ডকে স্পিরিট অব ক্রিকেট হিসেবে মন্তব্য করেছেন পোস্টের নিচে।

লর্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে নেমে ৩০৮ রানের বড় সংগ্রহ গড়েছিল পাকিস্তান। পরে ম্যাচটা জিতে নেয় ৪৯ রানে। নিজেদের শেষ তিন ম্যাচে আফগানিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে লড়বে সরফরাজের দল।