চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহালের রায়, শনিবার অনাস্থা ভোট

ডেপুটি স্পিকারের রুল অবৈধ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

কোর্ট জানিয়েছে, পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরির এই সিদ্ধান্তে ৯৫ ধারা লঙ্ঘন হয়েছে। একই সাথে দেশটির সর্বোচ্চ আদালত প্রেসিডেন্ট আরিফ আলভির পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তকেও বেআইনি এবং ইমরান খানকে প্রধানমন্ত্রী পদে এবং মন্ত্রিসভা পুনর্বহালের রায় দিয়েছেন।

শনিবার দেশটির পার্লামেন্টে স্পিকারকে পুনরায় অধিবেশন ডেকে অনাস্থা ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ টানা পঞ্চম দিন শুনানি শেষে এই রায় দেয়।