চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হিমালয়ের প্রকৃতি ও জীবন এবং পর্বতারোহণ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

দৃক গ্যালারিতে ‘প্লেইনস হিলস্ মাউন্টেইনস’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনী শুক্রবার বিকাল ৪টায় উদ্বোধন করা হবে। প্রদর্শনী ব্যবস্থাপক মির্জা জাকারিয়া বেগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

‘আন্তর্জাতিক পর্বত-দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনীতে হিমালয়ের প্রকৃতি ও জীবন এবং পর্বতারোহণের ৫০টি দৃষ্টিনন্দন আলোকচিত্র স্থান পেয়েছে।

বাংলাদেশে নিযুক্ত নেপালের মাননীয় রাষ্ট্রদূত প্রফেসর ড. চোপ লাল ভুসাল, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান এবং স্বনামধন্য শিল্পী কণক চাঁপা চাকমা প্রদর্শনীটি উদ্বোধন করবেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মো. আলী এবং এম.এম. ইসপাহানি লিমিটেডের জি.এম সেলস্ অ্যান্ড ডিস্ট্রিবিউশন জনাব ওমর হান্নান বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন দু’বার এভারেস্ট আরোহণকারী পর্বতারোহী এম এ মুহিত।

বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব ও ঢাকাস্থ নেপালি দূতাবাস এর উদ্যোক্তা; এবং এম.এম ইসপাহানি লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড ও গাজী টায়ারস এর স্পনসর।

১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। বেলা ৩ থেকে ৮টা পর্যন্ত তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।