চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পরীক্ষার সময় মোবাইলভিত্তিক লেনদেনে কড়া নজরদারি

এখন থেকে সব ধরনের পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইলভিত্তিক লেনদেনে মনিটরিং জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

যেসব একাউন্টে ২শ’ থেকে ২ হাজার টাকার ঘন ঘন লেনদেন সংঘটিত হবে সেগুলোর তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্ট থকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশে সেবা দেয়া সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও ই-ওয়ালেট সার্ভিস প্রোভাইডারদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সব পাবলিক পরীক্ষা (যেমন: জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, এইচএসসি, আলীম, ভোকেশনাল, ডিপ্লোমা এবং সমমানের পরীক্ষা) চলাকালীন (পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার দিন পর্যন্ত) মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডারসমূহ কর্তৃক প্রদত্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডারসমূহ (পিএসপি) কর্তৃক প্রদত্ত ই-ওয়ালেট সার্ভিস এর মাধ্যমে সংঘটিত ছোট অংকের (২শ’ থেকে ২ হাজার টাকা মূল্যমানের) পৌনঃপুনিক লেনদেন মনিটরিং জোরদারকরণ এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য আপনাদের নির্দেশনা দেয়া হলো।

এই নির্দেশনার বিষয়ে নিজ নিজ ডিস্ট্রিবিউটর বা সুপার এজেন্ট, এজেন্ট এবং গ্রাহকগণকে সম্যকভাবে অবহিতকরণ এবং নির্দেশনার আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যও পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন: অর্থমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ অনেক সময় একই একাউন্টে পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির ছোট ছোট অংকের টাকা জমা হয়। অসাধু চক্রের এই অপকৌশল বন্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।