চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরতে হবে

পুরনো আর নতুন নয়, বাংলাদেশে আশ্রয় নেয়া প্রত্যেক রোহিঙ্গা শরণার্থী মিয়ানমারের নাগরিক। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে নিজ দেশে ফিরে যেতে হবে। রোহিঙ্গাদেরকে স্বদেশে ফেরত পাঠাতে সারাবিশ্ব একমত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এ মন্তব্য করেন।

সভায় বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা সেনা রিজিয়নের উপ অধিনায়ক শফিক, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখার দায়িত্ব শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার নয়, জনগণকেও এই ভূমিকায় অংশ নিতে হয়।

এর আগে বান্দরবানের ২৬টি পূজা মন্ডপের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এক মেট্রিক টন চাল ও দেড় লাখ টাকা এবং পার্বত্য মন্ত্রণালয়ের স্বেচ্ছা ঋণ তহবিল থেকে চার লাখ টাকার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।