চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পরলোকে সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য

বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য মারা গেছেন। মঙ্গলবার রাতে কলকাতায় ঢাকুরিয়ার বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর অকাল মৃত্যুতে সাহিত্য ও সংস্কৃতি মহলে শোক নেমে আসে।

৬৫ বছর বয়সে বাংলা সাহিত্যের প্রতিভাবান এই লেখিকা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বছরখানেক আগে তার ডান হাত ভেঙ্গে গেলে তিনি দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন।

বিহারের ভাগলপুরে ১৯৫০ সালে সুচিত্রা ভট্টাচার্যের জন্ম। তিনি স্নাতক করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ২৪ টি উপন্যাসের মধ্যে ‘কাচের দেয়াল’, ‘কাছের মানুষ’, ‘দহন’, ‘হেমন্তের পাখি’, ‘নীল ঘূর্ণি’, ‘অলীক সুখ’র মতো উপন্যাস এবং অনেক ছোট গল্প লিখে গেছেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে তিনি জনপ্রিয় লেখিকা ছিলেন ।

তার জনপ্রিয় লেখা নিয়ে ‘দহন’, ‘ইচ্ছে’, ‘রামধনু’, ‘অলীক সুখ’র মতো বেশ কিছু জনপ্রিয় বাংলা চলচ্চিত্র নির্মিত হয়েছে। বুধবার প্রয়াত লেখিকার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।