চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পদোন্নতি পেয়ে সচিব হলেন ৪ অতিরিক্ত সচিব

প্রশাসনে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন চার জন। তাদের সচিব হিসেবে পদোন্নতির সারসংক্ষেপে সাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার এই চার কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি ও পদায়নের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে সাক্ষর করেছেন। যেকোন সময় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। নিয়মানুযায়ী প্রথমে তারা ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সচিব হিসেবে পদোন্নতি পাওয়া চার কর্মকর্তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহিবুল হককে সিভিল এভিয়েশন বিভাগের ভারপ্রাপ্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম আল হোসেনকে বিপিসি এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) কামাল উদ্দিন তালুকদারকে প্লানিং একাডেমির ডিজি (ভারপ্রাপ্ত সচিব) এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেনকে বিসিএস অ্যাডমিন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) করা হয়েছে।