চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পথচারীরা শুধু ভিডিও করলো!

ভারতের কর্ণাটকে এক কিশোরের রক্তাক্ত দেহ রাস্তায় পড়ে থাকতে দেখেও সাহায্যের হাত না বাড়িয়ে বরং পথচারীরা ব্যস্ত ছিল তার ভিডিও করা নিয়ে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ওই কিশোরের দেহের পাশে জড়ো হয়ে পথচারীরা ছবি তুলছিলো এবং ভিডিও করছিলো। কিন্তু কেউ তাকে নিয়ে হাসপাতালে যাবার প্রয়োজন বোধ করেনি।

ওই কিশোরের নাম আনোয়ার আলী, তার বয়স ১৭ বছর। সাইকেলে করে যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।

দুর্ঘটনার আধা ঘন্টা পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তপাতের কারণে আনোয়ার আলীর মৃত্যু হয় হাসপাতালে।

ডাক্তাররা বলছেন, ঘটনার পরপরই চিকিৎসা দেয়া গেলে বাঁচানো যেত ওই কিশোরকে। ভারতের কর্ণাটক রাজ্যের কোপাল জেলায় এ দুর্ঘটনাটি ঘটে।

আর এরপর থেকে সড়ক দুর্ঘটনায় আহতদের সাহায্য নিয়ে ভারতের মানুষের অনাগ্রহের বিষয়টি নিয়ে বিতর্ক আবারও শুরু হয়েছে।

মানবাধিকার কর্মীরা বলছেন, এ ঘটনা পুরো সিস্টেমের ভগ্নদশাকে তুলে ধরছে।