চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পঞ্চমদিনে লকডাউন যেমন চলছে রাজধানীতে

রাজধানীসহ সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিন আজ। গত চারদিনের চেয়ে আজকে সব কিছু স্বাভাবিক অবস্থা লক্ষ্য করা গেছে রাজধানীতে।

আজ সোমবার  সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস হওয়ায় ও ব্যাংক খোলা থাকায় রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। সকাল ১০টা থেকে ব্যাংক চালু হয়েছে আজ।

প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে রিক্সা, অটো রিক্সা, ভ্যান, মানুষের চলাচল, ব্যক্তিগত গাড়ি সবকিছুর আধিক্য দেখা যায় স্বাভাবিক অবস্থার মতো। মানুষের সচেতনতা ছিলো না বললেই চলে।

আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। মানুষ বিনা কারণে বের হলে জরিমানাও করছেন।

কিন্তু তারা বলছেন, শুধুমাত্র জরিমানা করে বা গ্রেপ্তার করে লকডাউন বাস্তবায়ন করা সম্ভব নয়, এর জন্য মানুষকেই সচেতন হতে হবে।

করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সেই সঙ্গে সকল বিধিনিষেধ পালনেরও আহ্বান জানিয়েছেন।

এদিকে দেশে করোনার ভয়াবহ প্রকোপের কারণে চলতি লকডাউন আরো ৭ দিন বাড়ানোর সুপারিশ করেছেন করোনাকালীন গঠিত বিশেষজ্ঞ কমিটি।