চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নড়াইলে ব্যক্তি উদ্যোগে সমন্বিত কৃষি খামারে সাফল্য

সুদীপ্তা মাহমুদ: নড়াইলের কালিয়া উপজেলায় দুশ’ ৬৭ একর জমিতে মাছ, ধান ও সবজির সমন্বিত চাষ করে এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক শিবনাথ রায়। তার খামারে কাজের সুযোগ হয়েছে এলাকার বহু সংখ্যক শ্রমিকের।

মাত্র ১৬ হাজার টাকা পুঁজি নিয়ে নড়াইলের কালিয়া উপজেলার শিবনাথ রায় ১০ একর জমিতে মাছের ঘের করেন। চিংড়িসহ অন্যান্য মাছের পাশাপাশি পুকুরপাড়ে ধান এবং সবজি হিসেবে টমেটো, লাউ, মুলা, করলা, ফুলকপিসহ বিভিন্ন ফসল আবাদ করেন তিনি।

বর্তমানে তিনি দুশ’ ৬৭ একর জমিতে ফসল আবাদ করে দুই থেকে আড়াই কোটি টাকা আয় করছেন।

শিবনাথ রায়ের এই বাণিজ্যিক খামারে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে ২০ থেকে ২৫ জন লোকের।

তার এ সমন্বিত খামার এলাকার অন্যান্য কৃষককে খামার গড়তে উদ্বুদ্ধ করছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর বিশ্বাস।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: