চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেপাল থেকে চোট নিয়ে ফিরলেন তামিম

নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখলেও তারা পাচ্ছে না তামিম ইকবালকে। আঙুলে চিড় নিয়ে দেশে ফিরে এসেছেন টাইগার ওপেনার।

তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিমকে। বুধবার এলিমিনেটর ম্যাচে ৭ রান করার পর পেসার জিতেন্দ্র মুখিয়ার একটি বল লাগে তার বাঁহাতের বুড়ো আঙুলে। ৯ বলে ৯ রান করে আউট হয়ে যান পরের ওভারেই।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দলটির ফিজিওর সঙ্গে পরামর্শ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তামিম। ফিরে বৃহস্পতিবার সকালেই ঢাকার একটি হাসপাতালে এক্স-রে করানো হয় তার। আঙুলে চিড় ধরা পড়ে।

দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভুগছিলেন টাইগার তারকা। যে কারণে বাংলাদেশের হয়ে টানা তিনটি টি-টুয়েন্টি সিরিজে খেলেননি। এবার নতুন চোট আবার শঙ্কায় ফেলল তাকে। ইপিএলে তামিম চার ম্যাচে করেছেন ৭৫ রান (১২, ১৪, ৪০ ও ৯)।