চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেপালে বিদেশী ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত হচ্ছে

নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে কাস্টমস জটিলতায় বিদেশী ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। দুর্গত সব মানুষের কাছে এখনো ত্রাণ না পৌঁছার কারনে নেপাল সরকার সমালোচনার মুখোমুখি হচ্ছেন।

নেপালে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নেপাল সরকারকে আন্তর্জাতিক সাহায্যের জন্য কাস্টমস কড়াকড়ি কমানোর আহ্বান জানিয়েছেন। খোদ জাতিসংঘের অভিযোগের পরেও এখনও কাঠমান্ডু বিমানবন্দরের কাস্টমস জটিলতায় অনেক ত্রাণ সামগ্রী আটকা পড়ে আছে।

নেপালে ভয়াবহ ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষগুলো বিদেশী সাহায্যের আশায় থাকলেও এখন পর্যন্ত অনেক দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারেনি।আবার অনেকেই বাড়ির দেওয়ালে ফেস্টুন লিখে রেখেছে একটু সাহায্যের আশায়।

এদিকে, নেপাল সরকার আরো ত্রাণ সহায়তার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছে। এরই মধ্যে তাবু এবং ত্রিপল আমদানির ক্ষেত্রে আমদানি ট্যাক্স তুলে নিয়েছে সরকার। নেপাল ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন দুর্গত মানুষের সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্পদায়ের কাছে আবেদন জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন জানায় তারা নেপালের ঘুরে দাঁড়ানোর জন্য যেকোন ধরনের সাহায্য করতে প্রস্তুত। প্রতিদিনই মৃত্যুর মিছিলে নতুন সংখ্যা যোগ হয়ে ধারাবাহিকভাবে সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৬ হাজার ৮শ’ ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নানারকম রোগের দেখা দেওয়ার মৃত্যুঝুঁকিতে আছে আরও অসংখ্য নেপালি।