চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেপালে পোষাক সহায়তা পাঠালো বিজিএমইএ

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের দূর্গত মানুষের জন্য ৪০ হাজার পিস তৈরী পোষাক ত্রাণ সহায়তা দিয়েছে বিজিএমইএ।

কুর্মিটোলার এয়ার মুভমেন্ট বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুতে নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠর কাছে ত্রান সহায়তা তুলে দেন বিজিএমইএ’র সহসভাপতি শহীদুল্লাহ আজিম।

ত্রান সামগ্রীর মধ্যে শীতবস্ত্র, কম্বল, জ্যাকেট, শার্ট, ডেনিম প্যান্ট রয়েছে বলে জানায় বিজিএমইএ।

এ সময় অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রি. জে. এজাজুল বার চৌধুরীর কাছে ত্রান সামগ্রী বুঝিয়ে দেন নেপালের রাষ্ট্রদূত।

ত্রান সহায়তা নিয়ে সোমবার ভোর পাঁচটায় নেপালের উদ্দেশ্যে রওয়ানা হবে বিমান বাহিনীর হেলিকপ্টার।