চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেদারল্যান্ডসের ‘নাইটহুড’ পেলেন স্যার ফজলে হাসান আবেদ

নেদারল্যান্ডসের ‘নাইটহুড অফিসার ইন দ্য অর্ডার অব অরেঞ্জ’ (নাসাউ) খেতাবে ভূষিত হয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।

বুধবার সন্ধ্যায় দেশটির রাজা কিং উইলেম আলেক্সান্ডার অব দ্য নেদারল্যান্ডসের পক্ষে রাষ্ট্রদূত হ্যারি ভেরওয়েইজ খেতাবের মর্যাদাসূচক পরিচয় চিহ্ন হস্তান্তর করেন। গুলশানের বাসভবনে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নেদারল্যান্ডসের রাজাকে ধন্যবাদ জানিয়ে স্যার ফজলে হাসান আবেদ জানান এই সম্মাননা তার জন্য অসামান্য মর্যাদার বিষয়। দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুর উন্নয়নে কয়েক দশকব্যাপী নিরবচ্ছিন্ন ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই খেতাব দেয়া হয়।