চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেত্রকোনায় অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অজ্ঞাত রোগে গত দুই দিনে ৫ জনের মৃত্যু হয়েছে। শিশুসহ আক্রান্ত হয়েছে অন্তত ৩০-৩৫ জন। জেলার কলমাকান্দা উপজেলার প্রত্যন্ত এলাকা জামশেন ও বড়মানখিলা গ্রাম। কিছু দিন আগে হঠাৎ করে জামশেন গ্রামের এক বৃদ্ধ আক্রান্ত হন অজ্ঞাত ওই রোগে। শরীরে জ্বর, ব্যথা, বমি, ও চামড়ায় বসন্তের মতো কালচে গুটি গুটি দাগ দেখা দেয়। একই রোগে আক্রান্ত হয় অনেকেই। তাদের মধ্যে ২ শিশুসহ ৫ জনের মৃত্যু হয় গত দুদিনে।

এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। কেউ কেউ ভয়ে গ্রাম ছেড়ে দিচ্ছেন। রোগ সনাক্ত করার সকল পদক্ষেপ নেয়া হয়ে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য প্রশাসন।

নেত্রকোণার সিভিল সার্জন ডাক্তার বিজন কান্তি সরকার বলেন,‘ আরও দশজন এরকম রোগীর সন্ধান পেয়েছি। রোগ নির্ণয়ের চেষ্টা করা হচ্ছে। এব্যাপারে ঢাকার রোগ সনাক্তকরণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে। আক্রান্তদের যথাযথ চিকিৎসারও ব্যবস্থা নেয়া হয়েছে।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর একটি বিশেষ মেডিকেল টিম পাঠিয়েছে জামশেন ও বড় মানখিলা গ্রামে।