চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেটফ্লিক্সের ট্রেন্ডিংয়ে শীর্ষে কোরিয়ান ড্রামা ‘অল অব আস আর ডেড’

বিশ্বজুড়ে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স। নেটফ্লিক্সে এখন সবচেয়ে বেশি দেখা হচ্ছে কোরিয়ান ড্রামা ‘অল অব আস আর ডেড।’ ট্রেন্ডিং এর শীর্ষে আছে ছবিটি।

২৮ জানুয়ারি মুক্তি পেয়েছে জমবি ড্রামা ঘরানার ছবি ‘অল অব আস আর ডেড’। ডেডলাইনের সূত্রে জানা গেছে, মাত্র এক সপ্তাহেই শীর্ষ স্থান দখল করে নিয়েছে ছবিটি। এর আগে কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’ ও ‘হেলবাউন্ড’ এই স্থান দখল করেছিল।

‘অল অব আস আর ডেড’-এ অভিনয় করেছেন পার্ক জি হু, ইয়ুন চান ইয়ং, চো ই হাইয়ুন, পার্ক সোলোমন সহ এক ঝাঁক তারকা।

‘অল অব আস আর ডেড’ ছবির নির্মাতা ছবির সাফল্য প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘পুরো বিশ্ব থেকে এত ভালোবাসা পাচ্ছি, বিশ্বাস হচ্ছে না আমার। শিল্পী ও কলাকুশলীদের দুই বছরের কষ্ট সার্থক হলো।’

ছবিতে দেখানো হয়েছে জমবি-ভাইরাস ছড়িয়ে পড়েছে। এক হাই স্কুলের শিক্ষার্থীরা তাদের স্কুল ক্যাম্পাসে আটকে পড়েছে। বের হওয়ার উপায় খোঁজা অথবা সংক্রমিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাদের।