চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেটফ্লিক্সে আসছে তিন পর্বের নেইমার

‘নেইমার: দ্য পারফেক্ট ক্যাওস’ নামে তিন পর্বের ডকুমেন্টারি আনছে নেটফ্লিক্স। জানুয়ারির ২৫-এ তিন পর্বের প্রথম অংশটি সম্প্রচার করবে অনলাইন স্ট্রিমিং মাধ্যমটি। প্রকাশ করা হয়ে গেছে ট্রেলারও।

নেইমারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের কমতি নেই। নানা উত্থান পতনের মিশেলে নাটকীয়তায় ভরপুর এক জীবন ব্রাজিলিয়ান মেগা তারকার। সেই জীবনের অজানা অনেক কথাই প্রকাশ্যে আনছে নেটফ্লিক্স।

২ মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলারে দেখা যাচ্ছে, নেইমারের ছেলেবেলা থেকে তারকা হয়ে ওঠা ও ব্যক্তি জীবনের নানা বাঁকের গল্প। ২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপে চোটে মাঝ পথে ছিটকে গিয়েছিলেন, আছে সেই হতাশার গল্পও।

প্রিয় সতীর্থদের মুখেও শোনা যাবে মাঠের নেইমার ও মাঠের বাইরের নেইমারের অজানা হরেক কাহিনী। যেখানে নেইমার সম্পর্কে বন্ধু মেসি, এমবাপে, লুইস সুয়ারেজ, ডেভিড বেকহ্যাম ও ডি মারিয়ার মতো তারকাদের বলবেন।

ট্রেলারে উঠে এসেছে বেকহ্যাম নেইমার সম্পর্কে বলছেন, ‘নেইমার যা করেছে সব বিনোদনের মধ্যে থেকে করেছে।’

মাঠের বাইরেও নেইমার ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশৃঙ্খল জীবনযাপন ছিলই, প্রায়ই সংবাদ মাধ্যম ও ধারাভাষ্যকারদের শিরোনাম হয়েছেন। যে জীবন কাটানোর জন্য নেইমারকে প্রায়ই শুনতে হতো, ‘আপনি সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। সমস্যা কী আপনার?’

দীর্ঘ ক্যারিয়ারে শূন্য থেকে যে শতক স্পর্শ করেছেন নেইমার, অকপটে স্বীকার করে নিয়েছেন সেসব- ‘আমি খুব অল্প বয়সে খেলা শুরু করি, পরিচিতিও পাই অল্প সময়েই এবং ধনী হয়েছি তারও কম সময়ে। বলতে গেলে শূন্য থেকে শতকে পৌঁছেছি।’

‘আমি সুপারস্টার হতে পছন্দ করি না। বিখ্যাত হওয়ার চেয়েও বেনামী হতে চেয়েছি। জানি আমার অনেক দায়িত্ব আছে। এটা আমার জীবন। তবে আপনাদের খুশি করার জন্য চেষ্টা চালিয়ে যাব।’