চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেইমার নয়, রিয়াল সমর্থকরা চান এমবাপেকে

ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন। তার শূন্যস্থান পূরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। কে হচ্ছেন সিআর সেভেনের উত্তরসূরি? নেইমারের নাম জোরেশোরে শোনা গেলেও লস ব্লাঙ্কোস সমর্থকরা কিন্তু ব্রাজিলিয়ান তারকাকে চাইছেন না। তাদের প্রথম পছন্দ বিশ্বকাপে আলো ছড়ানো ফ্রান্স তারকা কাইলিয়ান এমবাপে!

রোনালদোর পরিবর্তে কে হবেন রিয়ালের আক্রমণভাগের নেতা? সমর্থকদের কাছে এমন প্রশ্ন রেখেছিল স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। সেখানে অংশ নেয়াদের মধ্যে ৫৪ শতাংশ সমর্থক ভোট দিয়েছেন বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ৩ গোল করা পিএসজি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপের পক্ষে।

অবাক হওয়ার বিষয় ভোটে দ্বিতীয় স্থানটি যিনি পেয়েছেন তাকে নিয়েও। নেইমারকে না নিয়ে রিয়াল সমর্থকরা বেছে নিয়েছেন বেলজিয়ান প্লে-মেকার এডেন হ্যাজার্ডকে। তার পক্ষে রায় পড়েছে ১৫ শতাংশ ভক্তের।

নেইমার আছেন তৃতীয় স্থানে। পেয়েছেন ১৪ শতাংশ ভোট। আর ১০ শতাংশ সমর্থকের রায় গেছে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের পক্ষে।

সেখানে ৬ শতাংশ ভোটার পক্ষ নিয়েছেন নিরপেক্ষ খেলোয়াড়দের। অর্থাৎ, যে খেলোয়াড়ই কিনুক না কেনো রিয়াল, তারা গলা ফাটাবেন তার পক্ষেই।