চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেইমারকে খুশি করতে কৌতিনহো টোপ

নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্যেই তার জাতীয় দলের সতীর্থকে দলে টানার খবর দিয়েছে বার্সেলোনা। নেইমারকে খুশি করতেই নাকি কৌতিনহোকে দলে আনছে কাতালানরা।

ইংলিশ ক্লাব লিভারপুলে খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনহোর সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছে বার্সা। কাতালান রেডিও স্টেশন ‘রেকওয়ান’ জানিয়েছে, দুপক্ষের আনুষ্ঠানিক চুক্তিটা এখন শুধু সময়ের ব্যাপার।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দেপোর্তিভো জানাচ্ছে, কৌতিনহো ইস্যুতে কথা বলতে বার্সেলোনার প্রতিনিধিরা এখন ইংল্যান্ডেই রয়েছে।

দেপোর্তিভো আরও বলছে, বার্সার দেয়া ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রথমদিকে ফিরিয়ে দিয়েছিল লিভারপুল। পরে আরেকদফা আলোচনা সেরে সম্মত হয়েছে ইংলিশ ক্লাবটি। তবে অর্থের অঙ্ক আরও বাড়ছে নিশ্চিতভাবেই।

স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, নেইমারের ক্লাব ছাড়া ঠেকাতেই কৌতিনহোর দিকে বেশি করে ঝুঁকেছে বার্সেলোনা। বার্সার সাজঘরে ব্রাজিলিয়ানদের প্রভাব কম থাকায় অখুশি নেইমার। দানি আলভেজ ক্লাব ছাড়ার পর থেকেই নাকি এই অখুশিভাবটা পুষে আসছেন তিনি। তাই মিডফিল্ড শক্তিশালী করার পাশাপাশি কৌতিনহোকে দিয়ে নেইমারকে ধরে রাখার ‘এক ঢিলে দুই টোপ’ কাতালানদের।