চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নীলফামারীতে সেনাবাহিনীর উদ্যোগে স্বাস্থ্যসম্মত পশুর হাট

আনোয়ারুল আলম: আসন্ন ঈদ-উল আযহাকে সামনে রেখে নীলফামারীর সবচেয়ে বড় ঢেলাপীর পশুর হাটকে স্বাস্থ্যসম্মত পশুর হাট হিসেবে স্থাপনের উদ্যাগ গ্রহণ করেছে ৬৬ পদাতিক ডিভিশনের অর্ন্তগত ৬৬ আর্টিলারি বিগেডের আওতাধীন ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি।

সামাজিক দূরত্ব বজায় রেখে পশুর হাটটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবক, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ের একটি দল। হাটটির প্রবেশ পথে রয়েছে একটি চেকপোষ্ট। এই চেকপোষ্টে সবাইকে জীবাণুমুক্ত করা, হাত ধোয়ানো, মাস্ক পরাসহ গরু কেনাবেচা সম্পর্কে সচেতন করা হচ্ছে।

সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পশুগুলোকে কয়েকটি ব্লকে ভাগ করে রাখা হয়েছে।

সিও লেঃ কর্নেল আরিফ, মেজর এরদান, লেঃ শাকিল ও ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে এসব উদ্যোগ গ্রহণ করা হয়।