চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিয়ম ভেঙে দ্বিতীয় টেস্টে বাদ আর্চার

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের জন্য জৈব-নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে স্টেডিয়াম ও টিম হোটেল ঘিরে। সেই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে বাইরে বের হওয়ায় একপ্রকার বাধ্য হয়েই কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে ইংলিশ পেসার জফরা আর্চারকে। তাতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ওল্ড ট্রাফোর্ড টেস্টে দলে থাকছেন না আর্চার।

ঠিক কী কারণে জোর করে আবারও আইসোলেশনে যেতে হচ্ছে আর্চারকে সেটা এখনো পরিষ্কার নয়। সিরিজে দলে জায়গা পাওয়ার আগে দুবার করোনা টেস্টে নেগেটিভ হয়েই স্কোয়াডে এসেছেন বার্বাডোজে জন্ম নেয়া পেসার। গুরুত্বপূর্ণ টেস্টের মাত্র কয়েকঘণ্টা আগে তার বাদ পড়াটা বেশ কৌতূহলের জন্ম দিয়েছে।

আইসোলেশনে যেতে হওয়ায় দল ও দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন আর্চার, ‘আমি যা করেছি তার জন্য লজ্জিত। শুধু আমাকেই নয়, পুরো দল ও ম্যানেজমেন্টকে বিপদে ফেলে দিয়েছি। নিজের কৃতকর্মের দায় আমি নিচ্ছি এবং নিজ থেকে সবার কাছে ক্ষমাপ্রার্থী।’