চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান

‘বি’ গ্রুপের প্রতিটি দলের এক ম্যাচ বাকি থাকতেই হিসাব-নিকাশ শেষ। সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান ও মালদ্বীপ। গ্রুপের বাকি দুটি দল বাংলাদেশ ও ভুটানের ম্যাচ হয়ে দাঁড়িয়েছে শুধু নিয়মরক্ষার। দু’দলের মধ্যকার নিয়মরক্ষার ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।

স্বপ্নের সমাপ্তি ঘটে গেছে মালদ্বীপের বিপক্ষেই। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে অন্তত সান্ত্বনার জয়ের খোঁজে বাংলাদেশ। দলের সিনিয়র খেলোয়াড় ওয়ালী ফয়সাল বলেছেন, ‘টুর্নামেন্টে এটাই আমাদের শেষ ম্যাচ। অন্তত একটা জয় নিয়ে দেশে ফিরতে চাই’।

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে কেরালায় পা রেখে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ ছিলো বাাঁচা-মরার। ৩-১ গোলে হেরে সেখানেও ভরাডুবি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশ ১৮২তম, ভুটান ১৮৮তম। চারবারের মুখোমুখিতে বাংলাদেশের জয় তিনটি, বাকি ম্যাচটি ড্র। র‌্যাঙ্কিং ও পরিসংখ্যান পাশে থাকলেও আগের দুই ম্যাচের কথা মাথায় রেখে ম্যাচের ফলাফলও আচ করা কঠিন।