চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নিলয় হত্যা মামলা পর্যালোচনায় ডিবি-এফবিআই

ব্লগার নিলয় হত্যাকাণ্ড নিয়ে তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্রের এফবিআই ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এফবিআই এর বাংলাদেশ শাখার ৩ কর্মকর্তার সাথে বৈঠকে উপস্থিত ছিলেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পূর্ব) মাহবুব উর রহমান এবং মতিঝিল অপরধ বিভাগের উপ পুলিশ কমিশনার আনোয়ার হোসেন।

প্রায় ৩ ঘন্টা ধরে চলা বৈঠকে অভিজিৎ হত্যা মামলার অগ্রগতি ও নিলয় হত্যায় নিলয়ের শরীরের আঘাতের বর্ণনা ও আলামত পর্যালোচনা করে এফবিআই সদস্যদের মামলার বিভিন্ন বিষয় বোঝানো হয়েছে।

এফবিআই প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি অন্যান্য কারিগরি বিষয়ে সহায়তা করবে বলে গত শনিবার রাতে ডিবি’র ব্রিফিংয়ে জানানো হয়েছিলো।

এবছর ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের হামলায় নিহত মার্কিন-বাংলাদেশী লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্তেও এসেছিলেন এফবিআই কর্মকর্তারা।