চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলন: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, চলমান নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ না হলে বিএনপি আন্দোলন আরও জোরদার করবে। আর যেকোন ক্ষয়ক্ষতির দায়-দায়িত্ব সব সরকারকেই নিতে হবে।

সোমবার বিকেলে নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি সেনা মোতায়েনের জন্য দাবী করেছিল। কিন্ত সরকারের নির্দেশে নির্বাচন কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্ত পাল্টিয়েছে।’

সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা এখন হুমকিতে  উল্লেখ করে মওদুদ আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম সিটি নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। কিন্ত তা এখন হুমকিতে।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।