চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নির্বাচন বানচাল করার ক্ষমতা বাংলাদেশে কারো নেই: তোফায়েল আহমেদ

বিএনপি আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে অভিযোগ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন বানচাল করার ক্ষমতা বাংলাদেশে কারো নেই। নির্বাচন হবে এবং সেই নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রীর সরকারের অধীনেই হবে।

রোববার ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে বিশ্বের কাছে মর্যাদার আসনে নিয়ে গেছেন। বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে কীভাবে লুটপাট করেছে, কীভাবে অত্যাচার করেছে, তা সবার মনে আছে। আমরা কোন প্রতিশোধ নেই নাই। আমাদের বর্তমান প্রেসিডেন্ট ভোলায় এসেছিলো তখন তাকে সমাবেশ করতে দেয়নি। অামাকে ভোলায় আসার সময় প্রত্যাক রাস্তায় ব্যারিকেড, গাছ ফেলে রাস্তা বন্ধ করা হয়েছে।  আমার বাড়িতে ঢিল, ইট, আমার গাড়িতে গুলি, বোমা। কিন্তু আমি থেমে থাকিনি। আপনাদের দুখের দিনে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

‘বিএনপি আবার ক্ষমতায় এলে আবার আপনারা ঘড় ছাড়া হবেন, আবার তারা আমাদের বিতারিত করবে। তাই সমস্ত শক্তি নিয়ে বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।’