চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্বাচন বানচাল করতে কালো টাকার ব্যবহার করছে বিএনপি-জামায়াত: আওয়ামী লীগ

বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কালো টাকা দিয়ে প্রভাবিত করার বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি।

মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিনিধিদলের প্রধান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, আজ দুপুরে মতিঝিল থেকে র‌্যাব নগদ আট কোটি টাকা ও দশ কোটি টাকার চেকসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল ভোটারদের সরাসরি কালো টাকা দিয়ে ভোট ক্রয়ের সময় ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের দুই কর্মীকে ডিবি পুলিশ আটক করে। এসবের দ্বারা প্রমাণ হয় বিএনপি- জামায়াত ও ঐক্যফ্রন্ট কালো টাকা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে।

আখতারুজ্জামান বলেন, দেশের সকল মানুষ যখন ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তখনও বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশের সর্বত্র সন্ত্রাস-নৈরাজ্য ও মিছিলে হামলা ও অগ্নিসংযোগ করছে, আবার প্রতিদিন নিজেরাই সহিংসতা সৃষ্টি করে উল্টো নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ দায়ের করছে এবং মিডিয়ায় মিথ্যাচার, অপপ্রচার চালাচ্ছে।

‘‘এমনকি তারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন-নির্যাতন ও ভয়-ভীতি প্রদর্শন করছে। হামলা চালানো হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচনী কার্যালয়ে, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে।’’

তিনি বলেন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা করা হচ্ছে। আজ দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা তিন জন এসআইকে চড় থাপ্পড় মেরে আহত করেছেন ওই আসনের প্রার্থী সুলতান মনসুর আহমেদ। এসব সহিংসতায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে নির্বাচন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে আখতারুজ্জামান বলেন, কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে তারা এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।