চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচন দাবি করেছেন ড. কামাল হোসেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পুরোপুরি প্রত্যাখ্যান করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।

ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন এর বাসায় এই দাবি জানান ড. কামাল হোসেন।। তিনি বলেন, দেশের সব আসন থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছে। এই পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছে। নির্বাচন কমিশনকে বলছি, এই নির্বাচন বাতিল করা হোক। আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি করছি। অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, আগামীকাল আমাদের করণীয় নিয়ে বসব। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আন্দোলন অব্যাহত থাকবে।

মহাসচিব বলেছেন, পুরো নির্বাচনকে প্রত্যাখ্যান করছি। এটি প্রহসন।

তিনি বলেন, অনেকে বলেছে, ২০১৪ সালে আমরা নির্বাচনে না গিয়ে ভুল করেছিলাম। এই নির্বাচন প্রমাণ করছে, ২০১৪ সালে নির্বাচন না যাওয়াটা সঠিক ছিল। দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়।