চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্বাচনের ফলাফলকে কীভাবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম?

ভোটগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচনী আমেজ, সহিংসতা, কোথাও ভোটারদের শান্তিপূর্ণ ভোটদানের আনন্দ, আবার কোথাও ভোট দিতে না পারার অভিযোগ; এমনকি কেন্দ্র দখল শুরু করে আগের রাতে ভোট চুরির অভিযোগ… সবকিছুই ছিল এবারের একাদশ জাতীয় নির্বাচনে।

সেসব নানাভাবে প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের লিড নিউজ করেছে বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচনকে। ‘Bangladesh election: Sheikh Hasina wins new term as prime minister’ শিরোনামে প্রকাশিত ওই সংবাদের শুরুতেই নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে: ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত করেছেন।’নির্বাচন-নির্বাচনের ফলাফল

আওয়ামী লীগ এবারের নির্বাচনে আসন পাওয়ার দিক থেকে তাদের আগের বিজয়কেও পেছনে ফেলে দিয়েছে বলে উল্লেখ করেছে বিবিসি। তবে বিরোধী প্রার্থীরা নির্বাচনকে ‘প্রহসন’ বলেছে বলেও লিখেছে ওয়েবসাইটটি। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন নির্বাচন কমিশনকে ফলাফল বাতিল করার আহ্বান জানিয়েছেন বলেও প্রতিবেদনটিতে লেখা হয়েছে।নির্বাচন-নির্বাচনের ফলাফল

বিবিসি বাংলার মূল পাতার অর্ধেকের বেশি জুড়ে রয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। সেখানে সংবাদের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রের ভোটার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য, এমনকি রোববার ভোট শুরু হওয়ার আগেই চট্টগ্রামে ভরা ব্যালট বাক্স নিয়ে যাওয়ার একটি ভিডিও রয়েছে। পোর্টালটির শীর্ষ সংবাদের স্থানে কোন দল কয়টি আসন পেলো, তার একটি লাইভ গণনা চলছে।নির্বাচন-নির্বাচনের ফলাফল

আরেক ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানেরও আন্তর্জাতিক সংস্করণে লিডের জায়গা দখল করে আছে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধান সংবাদের শিরোনাম: ‘Bangladesh/ PM Hasina wins thumping victory in elections opposition reject as ‘farcical’’। সেখানে শেখ হাসিনার দলের বিরাট ব্যবধানে বিজয় এবং বিরোধী প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচনকে প্রহসন উল্লেখ করে প্রতিবাদের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।নির্বাচন-নির্বাচনের ফলাফল

নির্বাচনী সহিংসতায় হতাহতের সংখ্যাও উল্লেখ করেছে গার্ডিয়ান।

‘Landslide Win For Sheikh Hasina In Bangladesh, Opposition Seeks New Vote’ শিরোনামে এ পর্যন্ত শীর্ষ সংবাদ চলছে ভারতীয় নিউজ পোর্টাল এনডিটিভিতে। সংবাদটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেলেও বিরোধী দলগুলো নির্বাচনে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের অভিযোগ এনেছে। নির্বাচনকে ‘প্রহসন’ উল্লেখ করে এবং সহিংসতায় অন্তত ১৭ জন নিহতের প্রেক্ষিতে নতুন করে আবারও ভোটগ্রহণের দাবি জানিয়েছে দলগুলো।নির্বাচন-নির্বাচনের ফলাফল

মার্কিন গণমাধ্যম সিএনএন বাংলাদেশের নির্বাচনী ফলাফল নিয়ে সংবাদ করেছে ‘Bangladesh elections marred by deadly violence’ শিরোনামে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, নির্বাচনে শেখ হাসিনা জয়ী হলেও ব্যাপক সহিংসতায় নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়েছে।নির্বাচন-নির্বাচনের ফলাফল

আরেক শীর্ষস্থানীয় ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু বাংলাদেশের নির্বাচনী ফলাফলের প্রতিবেদনটিকে লিড নিউজ করে রেখেছে। ‘Bangladesh’s Hasina wins election by landslide; Opposition demands new vote’ শিরোনামের ওই প্রতিবেদনে কামাল হোসেনের উক্তি প্রথমে বড় করে দেয়া: ‘আমাদের দাবি, যত দ্রুত সম্ভব নির্দলীয় সরকারের অধীনে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হোক।’নির্বাচন-নির্বাচনের ফলাফল

পাকিস্তানি গণমাধ্যম ডনও বার্তা সংস্থা এএফপি’র বরাতে ‘Bangladesh’s Sheikh Hasina set for landslide win as opposition demands new vote’ শিরোনামে একই ধরনের সংবাদ প্রকাশ করেছে, তবে রোববার।