চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্বাচনের আগে বদলি নয়, মন্ত্রী পরিষদ বিভাগকে ইসি’র চিঠি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের আগে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি ও প্রত্যাহার না করতে মন্ত্রী পরিষদ সচিবকে চিঠি দেয়া হয়েছে।

এতে ভোটের ফল ও গেজেট প্রকাশ হওয়ার ১৫ দিন পর্যন্ত কাউকে বদলি না করার কথা বলা হয়েছে।

সোমবার ইসির সিনিয়র সচিব মো. আলমগীরের সই করা এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রী পরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জানুয়ারি পর্যন্ত আর প্রতীক বরাদ্দ করা হবে ১০ জানুয়ারি।