চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নির্বাচনী প্রচারণায় সরব সীমান্ত জেলা দিনাজপুর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরব উত্তরের সীমান্ত জেলা দিনাজপুর। ১৩টি উপজেলা নিয়ে গঠিত জেলার ৬টি আসন এখন নির্বাচনী প্রচারণায় মুখরিত।

এখানে আওয়ামী লীগ প্রার্থীদের পাশাপাশি ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির প্রার্থীরাও। তারা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন।

আওয়ামী লীগ প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর বিএনপির প্রার্থীরা নানা আতঙ্কের মধ্যে নির্বাচন কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ করছেন।

দিনাজপুরের ১৩টি উপজেলার ৬টি আসনে ভোটার সংখ্যা ২২ লাখ ৬ হাজার ৪৪০ জন। এর বিপরীতে জেলার ৬টি আসনে মোট ৩৪ জন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটারা ভালো ও যোগ্য প্রতিনিধি চাইছেন। এসব বিষয় বিবেচনা করেই এবার ভোট দিবেন বলে তারা জানাচ্ছেন।