চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নিজেদের সম্পদে সমৃদ্ধ হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৫ জানুয়ারীর নির্বাচন বানচালের জন্য যারা দেশে দুর্যোগ সৃষ্টি করেছিল তারা দেশের মানুষের শত্রুতে পরিণত হয়েছে।

নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠনে তিনি আরো বলেন, কারো কাছে হাত পেতে নয় নিজেদের সম্পদ কাজে লাগিয়ে উন্নত সমৃদ্ধ হতে পারবে বাংলাদেশ।

এবারই প্রথম প্রধানমন্ত্রী ঈদের দিনে দেশের বাইরে। ঈদ উদযাপন করছেন যুক্তরাষ্ট্রে। ঈদুল আজহা উপলক্ষে নিউ ইয়র্কের ম্যারিয়ট হোটেলে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

প্রধানমন্ত্রী দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, তার এবং তার সরকারের লক্ষ্যই হচ্ছে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া।

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের এমডিজি অর্জন করেছেন ঘোষিতব্য এসডিজি ও বাস্তবায়ন করতে পারবে। মর্যাদা সম্পন্ন সমৃদ্ধ দেশ গড়তে সরকারের উদ্যেগেরে কথা তুলে ধরে যার যার অবস্থান থেকে অবদান রাখারও আহবান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে নানা ধরনের দুর্যোগ মোকাবেলা করতে হয়। এর পরও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

পরে আমন্ত্রিতদের সঙ্গে নৈশ ভোজে যোগ দেন প্রধানমন্ত্রী।