অবশেষে ব্যর্থতার গন্ডি থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেন তামিম ইকবাল। মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে পঞ্চমবারের মতো ওয়ানডে শতক করলেন তিনি।
এই ম্যাচে ১১২ বলে করা তামিমের শতকটি ছিলো দৃষ্টিনন্দন কিছু শটের সমাহার। শতক পূরণ করে তার উৎযাপন থেকেও বুঝা যায় কতটা চাপে ছিলেন তিনি এতদিন। গ্লাভস খুলে দুহাত উচিয়ে বারবার মুঠো খুলে ও বন্ধ করে তাকে নিয়ে এতদিন ধরে চলা সমালোচনার প্রতি তীব্র কটাক্ষই কেরলেন যেনো। তার সমস্ত ক্ষোভও যেনো তিনি উগরে দিতে চাইলেন।
সর্বশেস নিজের উদ্বোধনী জুটিতে নামার যৌক্তিকতা প্রমাণ করতে পেরেছিলেন তামিম গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। তবে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি করতে পারার সম্মান থেকে তিনি বঞ্চিত হন ৫ রানের জন্যে। ব্যক্তিগত ৯৫ রানেই থামলেও তার ইনিংসটি বাংলাদেশকে জয় এনে দেয়। তার অসাধারন ব্যাটিং নৈপুন্যে স্কটল্যান্ডের ছুড়ে দেয়া ৩১৯ রানের বিশাল বাধা ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ। এর মাধ্যমেই ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও করে টাইগাররা।
বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাকিবের পর একদিনের আর্ন্জাতিক ম্যাচে ৪ হাজার রানের মাইলফলক ছুয়েছেন।







