চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিউইয়র্ক বিস্ফোরণে বাংলাদেশি আটক

নিউইয়র্কের টাইমস স্কয়ারের কাছে যুক্তরাষ্ট্রের সব থেকে বড় বাস স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করেছে সিবিএস রেডিও। সোমবার সকালে সাতটা ১৯ মিনিটের ব্যস্ত সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে যাতে হামলাকারীসহ আরও দুইজন আহত হয়।

সিবিএস রেডিও এর প্রতিবেদনে বলা হয়েছে, আটক হওয়া ব্যক্তির কাছে পাওয়া এক ফটো আইডিতে জানা গেছে তার নাম আকাইদ উল্লাহ। তার কাছ থেকে বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরণের ডিভাইস উদ্ধার করা হয়। তার বয়স ২০ বছর। জাতীয়তা বাংলাদেশী। ব্রুকলিনের বাসিন্দা তিনি। অসাবধনতার কারণে তার কাছে থাকা বোমা বিস্ফোরণ ঘটলে তিনি আহত হন এবং পাশের বেল্লেভু হাসাপাতালে যান।

সেখান থেকে সহকর্মী সে গালাঘের এবং এন্থনি ম্যানফ্রেডিকে সঙ্গে নিয়ে পোর্ট অথরিটি পুলিশ অফিসার জ্যাক কলিন্স বন্দুক দিয়ে ঘিরে ধরে আকাইদকে গ্রেফতার করেন। বিস্ফোরণে ছোট ডিভাইসের ভিতর থেকে তার বেরিয়ে ছিল।

পুলিশ ধারণা করছে ডিভাইসটিতে গোলযোগ সৃষ্টি হওয়ায় বোমার বিস্ফোরণ ঘটে। এটি কোন সংগঠিত সন্ত্রাসী হামলার অংশ বা নিছক দুর্ঘটনা কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

শুধু সিবিএস নয়, সিএনএন, বিবিসি, দ্যা নিউইয়র্ক পোস্টসহ আরও কয়েকটি গণমাধ্যমের খবরেও প্রায় একই তথ্য জানানো হয়েছে। সোমবার সকালের এই বিস্ফোরণে এখন পর্যন্ত চারজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিস্ফোরণের পর এক টুইট বার্তায় ৮নং এভিনিউয়ের ৪২নং স্ট্রিট ঘটনাস্থল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এরপর তাৎক্ষণিকভাবে টাইম স্কয়ারের এ, সি ও ই রাস্তা বন্ধ করে দেয়া হয় এবং আশপাশের লোকজনকে সরিয়ে নেয়া হয়।

ঘটনাস্থলের চারপাশের সব রাস্তা ফাঁকা করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ মাইকের মাধ্যমে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলছেন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়ার এক সপ্তাহ আগেই এই দুর্ঘটনা ঘটলো।

পোর্ট অথরিটি বাস টার্মিনাল থেকে প্রতিদিন নিউইয়র্ক থেকে নিউজার্সি পর্যন্ত বিভিন্ন বাস যাত্রী পরিবহন করে। এ ছাড়া গ্রেহাউন্ড ও পিটারপ্যানের মতো দূরবর্তী স্থানগুলোয় যাত্রী পরিবহনকারী বাসগুলোও এখান থেকেই ছেড়ে যায়। গড়ে প্রতি দিন এই বাস টার্মিনাল দিয়ে আড়াই লাখ যাত্রী যাতায়াত করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স টুইটারে এক টুইটে বলেছেন, এ ঘটনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। নিউইয়র্কের সাবেক পুলিশ কমিশনার বিল ব্রাটন বলেছেন, এটা নিঃসন্দেহে সন্ত্রাসী হামলা। বিস্ফোরণ সঠিকভাবে হয়নি, নাকি এটি ঠিকমতো কাজ করেনি-তা তদন্ত করতে দেখতে হবে।