চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নার্স গণধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে নার্স তানিয়াকে গণধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের কালীবাড়ি মোড়ে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখা ও সমকাল সুহৃদ সমাবেশ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে দ্রুত বিচার ট্রাইবুন্যালে মামলাটি বিচারের দাবি জানান তারা।

জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন কিশোরগঞ্জ নার্সিং ইন্সষ্টিটিউট এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নার্স ও কর্মচারীরা। 

এতে বক্তব্য রাখেন জেলা নার্সেস অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. আ. ওয়াহাব বাদল, ডেপুটি সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।

বক্তারা মামলাটির দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।