চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নারায়ণগঞ্জ-গাজীপুরে পৃথক ঘটনায় নিহত ৪

নারায়ণগঞ্জ ও গাজীপুরে পৃথক ঘটনায় ৪ জন নিহত হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেনের বড় ভাই হাজী কুতুবউদ্দিন আহমেদকে (৭০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার মধ্যরাতে বন্দর থানা থেকে মাত্র কয়েকশ’ গজ দূরে সোনাকান্দা এলাকায় নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

পঞ্চায়েত কমিটি নিয়ে বিরোধের কারণে কুতুবউদ্দিনকে গলাকেটে হত্যা করা হয় বলে পরিবারিক সূত্রে জানানো হয়েছে। এলাকাবাসী হত্যায় জড়িত শামীম (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

ঘটনা নিশ্চিত করে বন্দর থানা ওসি আবুল কালাম জানান, সোমবার রাতে দুর্বৃত্তরা কুতুবউদ্দিনের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আটক শামীমকে জিজ্ঞাসাবাদ চলছে।

গাজীপুরের শ্রীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী আমেনা খাতুনকে (৩৫) হত্যার অভিযোগ ওঠেছে। উপজেলার ধনুয়া গ্রামে সোমবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আমেনা ময়মনসিংহের কোতয়ালী থানার চর রাঘবপুর গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী আজাহারুল ইসলামের স্ত্রী।

শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, শ্রীপুর উপজেলার ধনুয়া বড়চালা গ্রামের চার সন্তানের জননী আমেনা খাতুন স্থানীয় সিরামিক কারখানায় মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।

তিনি বলেন, পারিবারিক বিষয় নিয়ে সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এ সময় স্বামী আজহারুল উত্তেজিত হয়ে লাঠি দিয়ে মারপিট করলে আমেনা পালিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নেন। পরে আজহারুল সেখানে গিয়ে আমেনাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর আজাহারুল দা’সহ বাড়ি থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অন্যদিকে গাজীপুর শহরের উত্তর সাহাপাড়া থেকে এক পান ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে অলক সাহার (৪৫) লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার এসআই মো. ফিরোজ উদ্দিন।

তিনি জানান, মঙ্গলবার ভোরে স্থানীয়রা বাসার পাশে একটি আমগাছে অলকের লাশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে থাকতে দেখে। পারিবারিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

দু’টি মৃতদেহই ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এছাড়াও গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় রোজিনা আক্তার (৩০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় কারখানা থেকে ফেরার পথে বাসন এলাকায় রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কার চাপায় আহত হন রোজিনা।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের দিয়ে দেয়া হয়েছে বলে জানান এসআই ফিরোজ।

দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেট কারের চালক শহিদ মিয়াকে (৪৫) আটক করে পুলিশে দেয়।