চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাংচুর

বেতন বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প নগরীতে ফকির নীট ওয়্যার নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় বেশ কয়েকটি কারখানা ভাংচুরের ঘটনাও ঘটেছে।

পুলিশ বাধা দিলে পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। সোমবার বেলা এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে শিল্প পুলিশের একজন সহকারি পুলিশ সুপার, ফতুল্লা থানার ওসি ও বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশত সাধারণ শ্রমিক আহত হয়েছে।

দুপুর সাড়ে বারোটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় বিসিক সংলগ্ন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এ ঘটনার পর থেকে বিসিক শিল্প নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

পুলিশ ও শিল্প মালিকরা জানায়, বেতন বাড়ানোর দাবিতে ফকির নীটওয়্যার কারখানার শ্রকিদের মধ্যে গত তিনদিন ধরে শ্রমিক অসন্তোষ চলছিল।

মালিকপক্ষ বেতন বাড়ালেও দাবি অনুযায়ী তা না হওয়ায় শ্রমিকরা রোববার কারখানার ভেতরে বিক্ষোভ করে।